সুজন চক্রবর্তী,ভারত প্রতিনিধিঃ-
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বুদগাম জেলা থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই- তৈবার ৩ জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ( ১০ আগস্ট) সেনা ও পুলিশের যৌথ অভিযানে নেমে বুদগামের খানসাহেব এলাকা থেকে ৩ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃত জঙ্গিরা হলেন যথাক্রমে গোলাম নবী দার, ক্রেমশোরার তাহির আহমেদ, ও আব্দুল রাশেদ গণি। ধৃত জঙ্গিদের কাছ থেকে একটি চিনা হ্যান্ড গ্রেনেড, অস্ত্র, গোলাবারুদ, ২ টি ম্যাগাজিন এবং ৫৭ টি লাইভ রাউন্ড সহ নানা আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে। গ্রেফতারের পর খানসাহেব থানায় নিদিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply