সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের উত্তরবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়িতে বাবাকে হত্যা করে আত্মঘাতী হলেন ছেলে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, কর্মসূত্রে টফসুল হোসেন (৪৫) ও তাঁর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) মেখলিগঞ্জের কুচলিবাড়িতে আসেন একমাস আগে। কোচবিহারের শুক্টাবাড়ির বাসিন্দা ছিলেন তারা। স্থানীয় একটি স্কুলে জলের ট্যাংকি তৈরির কাজ করছিলেন তারা। তাদের সঙ্গে আরও এক যুবক ছিল। অভিযোগ, শুক্রবার ( ১১ আগস্ট) ভোররাতে টফসুল হোসেনকে লাঠি দিয়ে মেরে হত্যা করে তাঁর ছেলে। এরপর স্কুলের বারান্দায় আত্মঘাতী হয়। গোটা ঘটনা দেখে পালিয়ে স্থানীয় এক বাসিন্দাকে জানান তাদের সঙ্গে থাকা যুবক। ঘটনার পর শুক্রবার ( ১১ আগস্ট ) সকালে এলাকার বাসিন্দারা প্রথমে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপরে বিদ্যালয়ের ভিতরে আর একটি মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুচলিবাড়ি থানার পুলিশ। মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন পুলিশ। বতর্মানে গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Leave a Reply