সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
হাঁট ছিলেন বাড়ির বাইরে। বাইকে ৩ জন দুস্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করল বিজেপি নেতাকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরদাবাদে। নিহত বিজেপি নেতার নাম অনুজ চৌধুরী ( ৩৪)। বৃহস্পতিবার (১০ আগস্ট ) সন্ধ্যায় মোরাদাবাদে অনুজের বাড়ির বাইরেই তাঁকে গুলি করে পালিয়ে যান ৩ জন অজ্ঞাতপরিচয় দুস্কৃতী। বিজেপি নেতাকে খুনের সেই দৃশ্য ধরা পড়েছে তাঁর বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরায়। ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাকি পুরনো শক্রতা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বিজেপি নেতার পরিবার এই খুনের ঘটনার নেপথ্যে রাজনীতির কথাই বলছেন। পরিবার ২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বলে সূত্রে প্রকাশ। ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।