সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসাম বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় দলের একনেতাকে বহিস্কার করল রাজ্যের ক্ষমতাসীন দল। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, সে সদস্যকে বহিস্কৃত করা হয়েছে, সেই সদস্যের সঙ্গে ওই নেত্রীর (৪৪) অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার জেরেই ওই মহিলা নেত্রী আত্মহত্যা করেছেন। বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার নেত্রী গুয়াহাটিতে তার বাসভবনে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ঘুমের ওষুধের ওভার ডোজ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বিজেপির কিষান মোর্চার সক্রিয় কর্মী ছিলেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। নেত্রীর ঘনিষ্ঠ কয়েকজন দাবি করেছেন যে, ওই মহিলা নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। ব্ল্যাকমেল করে যাচ্ছিলেন বিজেপির কিষান মোর্চার এক আমন্ত্রিত সদস্য। নেত্রীর কয়েকজন সহকর্মী বলেন যে, " সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন যা তাঁর আত্মহত্যার কারণ হতে পারে।