1. admin@dailypratidinerbarta.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির মুন্সীগঞ্জের লৌহজংয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ শেখ হাসিনার নামে যত মামলা ফতুল্লার কায়েমপুরে বিএনপি নেতা পরিচয়ে এসকে শাহীনের আধিপত্য বিস্তারের চেষ্টা। বিসিবির নতুন সভাপতি মুন্সিগঞ্জের ফারুক আহমেদ মুন্সীগঞ্জের কৃতি সন্তান সরকার উপদেষ্টা যা বললেন ভূমিদস্যুদের বিরুদ্ধে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পঠিত

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ-

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। আজ ১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টায় প্রথম পর্বে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হতে শাহজাদপুর উপজেলা চত্বর পর্যন্ত শোক র‍্যালী অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে ‘শেখ মুজিব : অনিঃশেষ প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক, অন্য আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ। সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির বাতিঘর। স্বাধীন জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা তাঁর অনন্য কীর্তি। এখনো আমাদের পথচলায় তাঁর নির্দেশনা আমাদের পাথেয়। আমাদের আর্থসামাজিক, রাজনৈতিকসহ সকল শোষণ মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু আমাদের অনিঃশেষ প্রেরণার উৎস।
মুখ্য আলোচক প্রফেসর আবদুল খালেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা প্রসঙ্গ তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ গ্রহণ করতে বলেন।

দুপুর ১.৩০টায় শোক দিবস উপলক্ষ্যে রবি সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত জাতির পিতার জীবনভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে ‘সংগ্রাম, স্বাধীনতা ও প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিজ ক্লাবের সভাপতি উপাচার্য পত্নী ড. নাসরীন লুবনা এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক রাশেদা খালেক। রাত ৮টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park