বগুড়া জেলা প্রতিনিধিঃ-
জাতীয় শোক দিবসে মালামালসহ দোকানঘর উপহার পেয়েছেন ১০ ভিক্ষুক
জাতীয় শোক দিবসে মালামালসহ দোকানঘর উপহার পেয়েছেন ১০ ভিক্ষুক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মালামালসহ দোকানঘর উপহার পেয়েছেন ১০ ভিক্ষুক।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা স্কুল মাঠে জেলা সমাজসেবা অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব দোকানঘর বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিকল্প কর্মসংস্থান হিসেবে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এসব দোকানঘর উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু প্রমুখ।
দোকানঘর উপহার পাওয়া ব্যক্তিরা হলেন বগুড়া শহরের শের-ই-বাংলা নগরের নাজমা বেগম, মালগ্রাম দক্ষিণপাড়ার ফজর আলী, পূর্ব গোদারপাড়ার মনির হোসেন, আকাশতারার হারুনার রশিদ, জয়পুরপাড়ার আরিফুল ইসলাম, নামুজা আদর্শ পাড়ার বাবুল মোল্লা, গাবতলী উপজেলার লাংলুহাটের জাহিদুল ইসলাম, জয়ভোগা গ্রামের আছমা, শাজাহানপুর উপজেলার রানীরহাটের ঈমান আলী এবং কামারপাড়ার আবদুল জলিল।
জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান বলেন, ‘ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করতে কর্মসংস্থান ও পুনর্বাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর ২৭ ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবসে বগুড়া সদর, শাজাহানপুর ও গাবতলী উপজেলার ১০ ভিক্ষুককে মালামালসহ দোকানঘর উপহার দেওয়া হলো। পর্যায়ক্রমে অন্য ভিক্ষুকদের দোকানঘর দেওয়া হবে।’
মালামালসহ দোকানঘর উপহার পাওয়া প্রতিবন্ধী ঈমান আলী বলেন, ‘এখন থেকে অন্যের কাছে হাত পাততে হবে না। দোকানের মালামাল বিক্রি করে সংসার চালাতে পারবো। এ জন্য সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞ।