মোঃখায়রুল ইসলাম(হৃদয়)স্টাফ রিপোর্টার:-
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশনের(আইবিএ) অধ্যাপক ড.এ কে এম সাইফুল মজিদের নির্দেশনায় সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তারি ধারাবাহিকতায় ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ যোনের যোনাল ম্যানেজার আব্দুস সবুর খানের পৃষ্ঠপোষকতায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সারাদিন কেরানীগঞ্জ এরিয়ার ডেমরা শাখায় বৃক্ষ রোপন এবং চারা বিতরন কর্মসূচির অংশ হিসেবে অত্র শাখার সম্মানিত সদস্য,শাখা কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি,এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে দোয়া ও মাহফিল আলোচনা সভা আয়োজন করা হয়।এই সময় জাতির পিতার স্মৃতিচারণ করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অত্র এরিয়ার বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠান,উন্মুক্ত স্থান, রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ,ঔষুধী,গাছের চারা রোপণের পাশাপাশি উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র শাখার ম্যানেজার দীপঙ্কর রায় সহ মোঃ আসাদুজ্জামান, মোঃবিল্লাল হোসাইন, আজিজুল হক, হাসান মেহেদী,আব্দুর রহমান,নাসরিন আক্তার ও বিভিন্ন কেন্দ্রের সদস্য বৃন্দ।
Leave a Reply