আব্দুর রশিদ,নীলফামারীঃ-
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি অফিসার পাড়া জামে মসজিদের সামাজিক উন্নয়ন প্রকল্প -২ এর আওতাধীন কাজের শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাংসদ আহসান আদেলুর রহমান। শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬ টায় সার্বজনীন সামাজিক উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সীমানা দেয়াল কাজের শুভ উদ্ধোধন করেন।
এর আগে একই দিনে বাদ জুম্মা ২৭ লক্ষ টাকা ব্যয়ে কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের পাটোয়ারি জামে মসজিদ পুনঃ বর্ধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ আদেল।
এ প্রসঙ্গে সাংসদ আদেল বলেন, সৈয়দপুর-কিশোরগঞ্জের উন্নয়নের ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছাতে চেষ্টা করছি৷ কতটুকু পারছি জানি না; তবে আমি চাই জনসাধারণ আমার প্রতি আস্থা রাখুক। নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়ে হলেও তাদের মাঝে থাকতে চাই। এ সময় জনগণকে সাথে নিয়ে সুখী ও সমৃদ্ধশালী সৈয়দপুর-কিশোরগঞ্জ বিনির্মাণের কথাও ব্যক্ত করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু), স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মিন্টু, বাহাগিলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাংসদ সহকারী রায়হানুল আহসান রমি, চাঁদখানা জাপা সভপতি শফিকুল ইসলাম, মাগুড়া জাপা নেতা ছোট, ২ নং কেশবা ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাপা নেতা সাইদুর, জাপা নেতা সাইদুর প্রমুখ।
Leave a Reply