1. admin@dailypratidinerbarta.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন রাজউক প্লান আর অনুমোদনহীন ভবনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির

ভাটেরায় সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

মামুনুর রশীদ,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-

ব্যতিক্রম আয়োজনে ভাটেরায় হরিপুর লতিফিয়া সাত্তার সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ‘সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) এ অনুষ্ঠান মাদরাসা সংলগ্ন ছত্তার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের সুরে সুরে দর্শক-শ্রোতাদের বিমোহিত করে হিফজের ক্ষুদে শিক্ষার্থীরা। কোরআনের সুরলহরি প্রাণে প্রাণে সাড়া জাগায়, উচ্ছ্বসিত করে হাফিজিয়া মাদরাসার ছাত্র, শিক্ষকসহ উপস্থিত সুধীমণ্ডলীকে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুস ছমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং মাদরাসা’র প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও সহকারি শিক্ষক ইসমাইল হাসান শাকিল এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র প্রটোকল অফিসার -২ মো: আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মাদার বাজার এফ ইউ ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, ভাটেরা সাইফুল তাহমিনা আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ ফয়জুর রহমান, ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: মুজিবুর রহমান চৌধুরী, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইমরান আহমদ, সাধারণ হুসাইন আহমদ সুমন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা’র প্রিন্সিপাল হাফিজ আবু সাঈদ মোঃ সেলিম, জামেয়া ইসলামিয়া নুরে হেরা ভাটেরা’র মুহতাতিম মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার জাবালে নুর মাদরাসার প্রিন্সিপাল হাফিজ ক্বারী নুরুল হক, মারকাযু তালিমিল কুরআন মৌলভীবাজার এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা হাবিবুর রহমান, আয়শা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা বদরুল ইসলাম, মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মালিক, হযরত গোলাব শাহ (রহ) হাফিজিয়া মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মুজিবুর রহমান, জামেয়া রাহমানিয়া তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল’র সহকারী শিক্ষক জিয়াউর রহমান, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ’র সহকারী শিক্ষক হাফিজ আনোয়ার হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আব্দুল কুদ্দুস সিদ্দিকী রিপন, বিশিষ্ট মুরব্বি জনাব হাজী আব্দুন নুর সিদ্দিকী, আবুল হোসেন সিদ্দিকী, আব্দুর রহিম সিদ্দিকী, ইসহাক মিয়া সিদ্দিকী, আব্দুল হাশিম সিদ্দিকী, রেজাউল করিম সিদ্দিকী, আজাদ মিয়া সিদ্দিকী, ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি মারুফ আহমদ জুয়েলসহ এলাকার মুরব্বিয়ান, মাদরাসার শিক্ষক মন্ডলি, যুবসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৬৩ টি প্রতিষ্ঠান থেকে ১৫৬ জন কুরআনে হাফেজ অংশগ্রহণ করেছেন।
ফাইনাল পর্বে ১০ জন প্রতিযোগি অংশগ্রহন করে ১ম স্থান অর্জন করেন মারকাযু তালিমিল কুরআন মৌলভীবাজার এর ছাত্র মোঃ মুহিবুল্লাহ মাছুম, ২য় স্থান অর্জন করেন মৌলভীবাজার জাবালে নুর মাদরাসার ছাত্র মোঃ আবু তালহা আনহার, ৩য় স্থান অর্জন করেন আয়শা সিদ্দিকা ইন্টা: মাদরাসা’র ছাত্র মাসুদুজ্জামান, ৪র্থ স্থান অর্জন করেন হযরত গোলাবশাহ রহ. হাফিজিয়া মাদরাসা’র ছাত্র আব্দুল্লাহ আল মামুন, ৫ম স্থান অর্জন করেন মারকাযু তালিমিল কুরআন মৌলভীবাজার এর ছাত্র আবু তাহের এহিয়া, ৬ষ্ঠ স্থান অর্জন করেন মাদরাসাতুল ইক্বরা ইন্টা: এর ছাত্র ফারহান আব্দুল্লাহ, ৭ম স্থান অর্জন করেন মারকাযু তালিমিল কুরআন মৌলভীবাজার মোঃ সাইদুল ইসলাম সাদিফ, ৮ম স্থান অর্জন করেন জামেয়া রাহমানিয়া তাহফিজুল কুরআন বিয়ানীবাজার এর ছাত্র সাফওয়ান ববিন হোসাইন, ৯ম স্থান অর্জন করেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ মেজরটিলা’র ছাত্র ওলিউল্লাহ, ১০ম স্থান অর্জন করেন মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসা’র ছাত্র সৈয়দ বুরহান আহমদ বোগদাদী।

অনুষ্ঠানে বিচারকের দ্বায়িত্ব পালন করেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মারকাযুল হুফফায সিলেট এর প্রধান শিক্ষক হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আশরাফ হোসাইন খান।

অনুষ্ঠানে ১ম পুরস্কার দিয়ে সহযোগিতা করেন ছত্তার কমিউনিটি সেন্টার বরমচাল, ২য় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব হারুনুর রশীদ তালুকদার, ৩য় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন ফ্রান্স প্রবাসী জনাব ইরা মিয়া সিদ্দিকী, ৪য় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুর রশীদ সিদ্দিকী, ৫ম পুরস্কার দিয়ে সহযোগিতা করেন আব্দুস শহিদ সিদ্দিকী, বিশেষ পুরস্কার দিয়ে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মিরন সিদ্দিকী ও শেখ ফাহাদ সিদ্দিকী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আব্দুল জব্বার সিদ্দিকী ও আব্দুল কুদ্দুস সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park