সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে যুবককে খুনের অভিযোগ উঠল। গুলি চালিয়ে যুবককে খুনের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের বেগারিয়া গ্রামে মন্ত্রীর বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম বিনয় শ্রীবাস্তব। মৃত যুবক মন্ত্রী পুত্রের বন্ধু বলে দাবি উঠেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, শুক্রবার (১ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৪ টায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু তথা স্থানীয় বিজেপি নেতা বিনয় শ্রীবাস্তবকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবকের মাথায় গুলি করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যে পিস্তল থেকে গুলি করা হয়েছে সেটা আবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের নামে নথিভুক্ত। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশের বিশাল বাহিনী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছেন পুলিশ। মৃত বিনয় শ্রীবাস্তবের পরিবারের দাবি, বৃহস্পতিবার (৩১ আগস্ট ) রাতে বন্ধু বিকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিনয়। রাতে সেখানেই থেকে যান।ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বিনয়ের পরিবারের সদস্যরা মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এদের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছে ফরেসিক দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply