সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আবার ও ত্রিপুরা থেকে আসাম হয়ে বহিরাজ্যে পাচারের পথে চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে ধরা পড়ে দেড় কোটি টাকা মূল্যের গাঁজাসহ এক পাচারকারী। চুরাইবাড়ি ওয়ার্চ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, রবিবার (৩ সেপ্টেম্বর ) সকালে আগরতলা থেকে গাঁজা বোঝাই করে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসাম সীমান্তে প্রবেশ করার মুখে চুরাইবাড়ি চেকিং পয়েন্ট এন এল ০১ এজি ৫৫০৮ নম্বরের একটি ওয়েল ট্যাংকার আসলে গাড়িটিতে কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি চালিয়ে ট্যাংকারের ভিতর থেকে ৭১ প্যাকেটে মোট ১ হাজার ৫শত কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকার মত হবে বলে জানান। উক্ত গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম মিঠুন সরকার। তার বাড়ি ত্রিপুরা। ধৃতের বিরুদ্ধে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ ধৃত চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Leave a Reply