আব্দুর রশিদ, নীলফামারীঃ-
নীলফামারী ডোমার উপজেলার নিউ মার্কেটে ভূয়া চিকিৎসক রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর এর দাঁতের ডাঃ মোঃ সুমন রহমানের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন পশ্চিম চিকনমাটি এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ মমিনুর রহমান।
মমিনুর রহমান তার লিখিত অভিযোগে বলেন, আমার দাঁতের প্রচন্ড ব্যাথা থাকার কারনে আমি ডোমার বাজার নিউ মার্কেটে যাই এবং রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর এর কর্মচারী আমাকে বলে যে দাঁত দেখাবেন আসেন তখন আমি বলি যে আমার দাঁতের ব্যাথা আছে আমি রংপুরের বড় ডাক্তার কে দেখাব তখন সে বলল আমাদের এই খানে যিনি চিকিৎসা করেন তিনি রংপুরের বড় ডাক্তার। তারপর আমি তাকে বলি ব্যাংকে বিদ্যুৎ বিল দিয়ে এসে দাঁতের চিকিৎসা করব। ব্যাংকের কাজ শেষ করে রুবাইয়া ডেন্টাল কেয়ার ডাঃ সুমন রহমানের চেম্বারে যাই এবং দাঁতের চিকিৎসা করি। চিকিৎসা শেষে আমাকে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দেন। বাসা যাওয়ার পর আমার প্রচন্ড ব্যাথা শুরু হয় তাতে আমি ব্যাপক ক্ষতিগ্রস্থ হই। তার ভুল চিকিৎসার জন্য আর অন্য কেউ যেন ক্ষতি গ্রস্থ না হয় সেজন্য আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি ও ডাক্তারী সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন নম্বর সহ তদন্ত করার দাবি জানাচ্ছি।
ভুল চিকিৎসার বিষয় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর চেম্বারের সুমন রহমানের কাছে জানতে চাইলে তিনি অপচিকিৎসার বিষয়টি অস্বীকার করে কৌশল এড়িয়ে যান।
জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান বলেন, আমি অভিযোগ পেয়েছি পর্যাক্রমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।