নরসিংদী জেলা প্রতিনিধিঃ-
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর শহরের কোতোয়ালিচর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা আহত ২। জানা যায় কোতোয়ালি চর গ্রামের মৃত ফায়েজ উদ্দিন এর ছেলে আমির হোসেন দীর্ঘদিন যাবত মাদক সেবনসহ মাদক ব্যবসা করে আসছিল। নিজ নিজ বাড়িতে গ্রামের উঠতি বয়সী ছেলেদের নিয়ে মাদক সেবনসহ ব্যবসা করে আসছিল। সমাজের যুবসমাজের অভিভাবকগণ তার এ সকল অপকর্মের অতিষ্ঠ হয়ে মাদক ব্যবসায়ীর বড় ভাই জাকির হোসেনকে সতর্ক করে। জাকির হোসেন সমাজের অভিভাবকগণের নালিশ পেয়ে তার ছোট ভাই মাদক ব্যবসায়ী আমির হোসেনকে মাদক ব্যবসা সহ সকল অপকর্ম বন্ধ করার জন্য নির্দেশ দেয়। এতে আমির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ২রা আগস্ট বুধবার সকাল ৯ ঘটিকার সময় বড় ভাই জাকিরের উপর সন্ত্রাসী হামলা করে। হামলায় আহত জাকির হোসেনকে তার স্ত্রী উদ্ধার করতে আসলে তার উপরও সন্ত্রাসী হামলা করে। হামলায় স্বামী স্ত্রী উভয় আহত হয়ে পড়ে থাকে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ বিষয়ে বড় ভাই জাকির হোসেন ন্যায় বিচারের আশায় থানায় ও আদালতে মামলা করে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তপ্ত বিরাজ করছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
Leave a Reply