মোঃ শিহাব উদ্দিন টোকন,নাটোর জেলা প্রতিনিধিঃ-
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার রাতে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামের এজাহার নামীয় আসামি নূর বক্স মোল্লার ছেলে মো. রেজাউল (৪২) ও মো. আলাউদ্দিন প্রামানিকের ছেলে মো. ফিরোজ আহমেদ (৩০) ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা খুনের মামলার ২ ও ৪ নং আসামিকে রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান অব্যহত রয়েছে।
সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা সভায় জানানো হয়, ওই এলাকায় আশির দশক থেকে এ পর্যন্ত দলীয় কোন্দলে সাত জন খুন হয়েছেন।
উল্লেখ্য নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গণি প্রামাণিককে (৪৫) হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। গত ৩ সেপ্টেম্বর ২০২৩ সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাচিলান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত আখের আলীর ছেলে, কদিমচিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মৃধা হত্যা মামলার ১নং আসামি ছিলেন। ওই ঘটনায় নিহত ওসমান গনির ভাতিজা কুতুব উদ্দিন বাদি হয়ে রোববার রাতে ২৫ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধাকে গত ১ জানুয়ারি বেলা তিনটার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া চিলান এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি ২০২৩ মারা যান।
Leave a Reply