সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে রবিবার (১০ সেপ্টেম্বর ) সফলভাবে সম্পন্ন হয়েছে ১৮ তম জি-২০ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। কিন্তু তার রেশ এখনও কাটেনি। এর মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের একটি ছবি। ২ জনের কথোপকথনের ছবিটি ঘিরে কেন এত চর্চা। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে কাঠের চেয়ারে বসে আছেন শেখ হাসিনা। তাঁর পাশেই খালি পায়ে, হাঁটু গেড়ে বসে ঋষি সুনক। ২জনেই গল্পে মশগুল। হাসিনার দাঁড়িয়ে কথা বলতে যাতে অসুবিধা না হয়, সে কারণে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছেন ঋষি। তাঁদের কথোপকথন কি নিয়ে, তা জানা না গেলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই ব্যবহার মন জয় করেছে বাংলাদেশের মানুষের। সুনক- হাসিনার আলাপচারিতার ছবি পোস্ট করে নেটিজেনরা লিখেছেন, ঋষি সুনকের কোনও অহংবোধ নেই। বড় মানুষরা এমনই হন।”
উল্লেখ্য, জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে নিজেকে ” গর্বিত হিন্দু ” বলে পরিচয় দিয়েছেন ঋষি সুনক জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে অক্ষরধাম মন্দির দর্শন করেন তিনি। খালি পায়েই মন্দিরে দেখা গিয়েছে তাঁকে। গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে ভারতবাসীর মন ও জয় করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
Leave a Reply