সোহেল কবির,স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর গ্রামের সুমন মিয়া নামের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গত ১৭ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। উল্লেখ গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত শোকাহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি
Leave a Reply