সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
নৃশংস হত্যা যজ্ঞের ঘটনা সংগঠিত হয়েছে আসামের মরিগাঁওয়ে। একমাস বয়সী শিশুর মাকে ধর্ষন করে হত্যা করল নরপশুরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটে পচতিয়া ঊষা চারিআলিতে। সন্তানের সামনে ধর্ষন করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাতে ওই মহিলার স্বামী গুদামে পাহারা দেওয়ার সময় এ ঘটনাটি ঘটে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ওই মহিলার মরনত্তোর পরীক্ষার পরই প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত করছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করেছেন। এই লোমহর্ষক হত্যাকান্ড নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply