সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
আসামে ঘুষ নেওয়ার অভিযোগে আবার ও একজন লাটমন্ডলকে গ্রেফতার করা হয়েছে। ধৃত লাটমন্ডল লখিমপুরের তিনকোনিয়ার হেমেন্দ্র বরা। তাকে উৎকোচ নেওয়ার সময় পুলিশ গ্রেফতার করে। জানা যায়, ১ লক্ষ টাকা ঘুষ দাবি করে হেমেন্দ্র বরা ইতিমধ্যেই ৫০ হাজার টাকা ইউপিআই এর মাধ্যমে নিয়েছেন। জমি নামজারি করতে এই ঘুষ দাবি করেন তিনি। বাকি ৫০ হাজার টাকা সংগ্রহ করার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। বতর্মানে তিনি উত্তর লখিমপুর সদর পুলিশের হেফাজতে রয়েছেন।
Leave a Reply