উজ্জ্বল চৌধুরী,নিজস্ব প্রতিবেদকঃ-
শনিবার ২৩ ই সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় নারায়ণগঞ্জের,ফতুল্লা থানার সীমান্তবর্তী চানমারির উত্তর চাষাড়ায়, ৪৬২ নং জাকিয়া জাবেদ এর ভাড়াটিয়া সেমি পাকা এক কক্ষ বিশিষ্ট বসত ঘর,ঘেড়াও করে,অভিযান চালিয়ে তার পরিহিত ডান প্যান্টের পকেটের ভিতর রক্ষিত অবস্থায় এক টি পলিথিনের প্যাকেটের ভিতর ১৮ টি পৃথক পলিথিনের প্যাকেটে রক্ষিত সাদা কাগজে মোড়ানো বে- আইনী হেরোইন, প্রতি প্যাকেটে ৫০ পুরিয়া সহ, মোট ৯০০(নয়শত) হেরোইনের পুড়িয়া,৭০ গ্রাম হেরোইন ,কাগজ সহ
রাকিব (২৩)নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান।
গ্রেফতারকৃত আসামি রাকিবের পিতার নাম মোঃ মনির হোসেন,মাতার নাম রাশিদা বেগম
উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৩,৫০,০০০(তিন লক্ষ পঞ্চাশ হাজার)টাকা।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামি রাকিব কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
অভিযান পরিচালনা করার সময়
পরিদর্শক মোঃ ফজলুল হক,
উপ-পরিদর্শক রোকেয়া আক্তার,
সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম সিকদার, সিপাই আমিনা খাতুন, সিপাই মোহাম্মদ রেজাউল করিম, প্রমুখ উপস্থিত ছিলেন
Leave a Reply