মামুনুর রশীদ, জেলা প্রতিনিধিঃ-
মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা বোগদাদি শেরে সাওয়ার চাবুকমার আল হাসানী ওয়াল হুসাইনী (র.) দরগাহ শরীফের উদ্যোগে দুই দিনের কর্মসূচিতে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ পালিত হয়েছে।
দুই দিনের কর্মসূচির মধ্যে ১ম দিন ১১ রবিউল আউয়াল (২৭ অক্টোবর), বুধবার, বাদ মাগরিব থেকে আলোচনা সভা মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ ও অত্র দরগাহ শরীফ জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী ছাহেব।
১২ রবিউল আউয়াল, (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার, সকাল ১১টায় মুবারক র্যালি, মীলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
দরগাহ শরীফের সম্মানিত মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ ছাহেবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলে মৌলভীবাজার পৌর মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আফছার ইবনে রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহবুব মুর্শেদ, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক শামছুল ইসলাম, দরগাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফিয মীর্জা শামীম আহমদ, সানী ইমাম হাফিয আব্দুল হান্নান, শহর তালামীযের সভাপতি শিহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রহমান নাঈম, ৭ নং ওয়ার্ড আল ইসলাহ'র সাধারণ সম্পাদক হাফিয মুস্তাক আহমদ প্রমুখ।