আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের বি,কে উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বিনা মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে কুড়ালিয়া স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় রবিবার মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বি,কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
উক্ত চক্ষু শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ালিয়া বি,কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনিজ্জামান শহীদ, স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাপ্পী সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনা মূল্যে সানী অপারেশনের জন্য রোগীকে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও বিনা মূল্যে রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয় । চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন স্পোর্টিং ক্লাবের সদস্যগন। চিকিৎসা ব্যস্থাপনায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর। সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত এ চক্ষু শিবিরের কার্যক্রম চলমান থাকে।
Leave a Reply