1. admin@dailypratidinerbarta.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন রাজউক প্লান আর অনুমোদনহীন ভবনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির

পুলিশ জনগনের সেতু বন্ধন সৃষ্ঠি করা ওপেন হাউজ ডে র কাজ – ফেরদৌস আলী চৌধুরী

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

রাজীব মুন্সী রংপুর জেলা প্রতিনিধিঃ-

ওপেন হাউস ডে’র ভাবার্থ হচ্ছে খোলা মন, খোলা মত। নির্দিষ্ট দিনে পুলিশি সেবা সম্পর্কে খোলাখুলি অভিমত প্রকাশ করার এই সুযোগ পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করে একটি জনবান্ধব ও গণমুখী পুলিশিং ব্যবস্থা সৃষ্টিতে সাহায্য করে।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগান ধারণ করে সারাদেশে কমিউনিটি পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিকার, অপরাধী বিষয়ে তথ্য সংগ্রহ অপরাধী গ্রেপ্তার, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, অসামাজিক কার্যকলাপ, এলাকাভিত্তিক বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ হ্রাস ও স্থানীয় সমস্যার সন্তোষজনক সমাধানের ক্ষেত্রে আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণই হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং পুলিশিং কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা। কারণ জনসাধারণের সহায়তা ছাড়া শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।

প্রতিবছরের ন্যায় (২৯ সেপ্টেম্বর ) রংপুর জেলার পীরগাছা থানা আয়োজন করে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

শুরুতেই সভার সভাপতি অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুমুর রহমান মাসুমের এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চেীধুরী কে এ সময় পুরিশ সুপার বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনেন শুরুতে ছাত্রছাত্রীদের মধ্য থেকে কথা বলেন পীরগাছা নোবেল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহফুজার রহমান ফাহিম ও নাজিফা নুসরাত দিনা , শিক্ষক সামিউল ইসলাম ,ইমাম জাকারিয়া সিদ্দিকী , ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ ,ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনেন পুলিশ সুপার অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মেজর (অব.) নাসিম , জেলা কমিউনিটি পুলিশিং সদস্য সচিব এ্যাডভোকেট দিলশাদ ইসলাম ,মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার , পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন , পীরগাছা উপজেলা কমিশনার ভূমি মুসা নাসের চৌধুরী , পূজা উদযাপন , কমিটি তরুন কুমার , হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সুধীর চন্দ্র রায় , পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী , জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ , সুধি সমাজ , শিক্ষক শিক্ষিকা , ছাত্রছাত্রী , সাংবাদিক , ইমাম , সহ উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গণষুনানীতে অংশ গ্রহন করেন । ওপেন হাউজ ডের মাধ্যমে জনগন ও পুলিশের মধ্যে একটি মেইল বন্ধন সৃষ্টির লক্ষে এই আয়োজন বলেন জেলা পুলিশ সুপার , তিনি বলেন আমি আপনাদের সকলের কথা শুনেছি , তিনি আরও বলেন চলমান অর্থনৈতিক উন্নয়ন বলে দিচ্ছে আগামীতে উন্নত বিশ্বে রুপান্তর হওয়ার নিশ্চয়তা যা কোন অলিক কল্পনা নয় । অপরাধমুক্ত সুশৃঙ্খল দেশ না হলে সে দেশে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। সামাজিক শক্তি ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে পুলিশ সফল হতে পারে না, জনতা পুলিশ দু’য়ের সমন্বয় প্রয়োজন তাই বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্কুল ভিজিটিং সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শুভবুদ্ধিসম্পন্ন ক্লিন ইমেজের মানুষের সম্পৃক্ততায় অপরাধ সংঘটিত হওয়ার আগেই সামাজিক শক্তি ও আন্দোলনের মাধ্যমে পুলিশ জনতা অংশীদারিত্বের ভিত্তিতে নিরাপদ সমাজ গড়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পীরগাছা থানা অনেক দিক থেকে ভালো আছে , কিছু কিছু সমস্যার কথা বলেছেন , আমি সব নোট করেছি , আমি সমাধানের ব্যবস্থা নিব । পুলিশ সুপার বলেন কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশ জনগনের মধ্যে একটি সেতু বন্ধন । পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম জানান জনগন ও পুলিশের মাঝে সম্পর্ক সৃষ্টির জন্য আমরা এই ধরনের ওপেন হাউজডের আয়োজন করে যাচ্ছি। তিনি বলেন সরাসরি জনগণের জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার মতো সাহসী পদক্ষেপ সবার জনপ্রিয় ওপেন হাউজ ডে যেন এক গণশুনানিতে পরিনত হয়েছে। আমাদের ভুল ত্রুটি কোথায় তা খোলামনে শুনে চ্যালেঞ্জের সাথে জনগণকে প্রভু ভেবে সেবা নিশ্চিত করার মাধ্যমে ইতিমধ্যেই অনেকটা আস্থার সম্পর্ক তৈরি করতে পেরেছি।

মানুষের সাথে আস্থার সম্পর্ক তৈরি করতে না পারলে উন্নত নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দেয়া অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park