সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সরদার(৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (পহেলা অক্টোবর ) সকাল সকাল ৮ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পাশে বলাইখা এলাকায় অনিক কম্পোজেড মশারি ফ্যাক্টরির সামনে ঝোপঝাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন সরদার গোলাকান্দাইল বউবাজার এলাকার রাজ্জাক সরদার এর ছেলে।
তিনি অটো রিক্সা ড্রাইভার ছিলেন জানা যায়,স্বপন সরদার এর মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
Leave a Reply