রাজীব মুন্সি,রংপুর জেলা প্রতিনিধিঃ –
এবারের জাতীয় কন্যাশিশু দিবসটির প্রতিপাদ্য ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার। ’
২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে, প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস।
দিবসটি উদর্যাপন উপলক্ষে,রংপুরের পীরগাছায় কিশোরীদল ও বাংলাদেশ মহিলা পরির্ষদ এর আয়োজনে, কেয়ার বাংলাদেশের সার্বিক সহযোগিতায়, ০১ পহেলা অক্টোবর ২০২৩ ইং উপজেলা অডিটোরিয়াম হল রুমে দিন ব্যাপি, জাতীয় কন্যা শিশু দিবস উদর্যাপন উপলক্ষে,আলোচনা সভা,বিতর্ক প্রতিযোগিতা,গল্প বলা,নৃত্য পরিবেশনসহ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মহিলা পরিষদ এর সভাপতি,মাহবুবা আরা লীনার সভাপতিত্বে, ও দেবীচৌধুরানী কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার মুনমুন এর সঞ্চালনায়,
প্রধান অতিথি, আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান,(চেয়ারম্যান)উপজেলা পরিষদ,পীরগাছা,রংপুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,পীরগাছা থানা, পুলিশ পরির্দশক(তদন্ত),সেলিমুর রহমান সেলিম।
ডাঃনাসিমা আক্তার(সহকারী অধ্যাপক মাহিগঞ্জ কলেজ)।
রুম্মানা জামান,সাধারণ সম্পাদক,বাংলাদেশ মহিলা পরিষদ।
কেয়ার টেকনিকাল কডিনেটর,
রফিকুল ইসলামসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, নিউটানস জন্ম একাডেমির নৃত্য শিল্পি, মাহিয়া ও হানুফা আক্তার। নিজেদের লেখা কবিতা আবৃতি করেন,সানজিদা আক্তার ও খাদিজা আক্তার মুনমুন।উপস্থিত বক্তা ১ম স্থান অধিকার করেন-প্রাপ্তি,২য় স্থান অধিকার করেন-অর্পিতা,৩য় স্থান অধিকার করেন-মরিয়ম এবং গল্প বলা ১ম স্থান অধিকার করেন-হানুফা,২য় স্থান অধিকার করেন-আশা,৩য় স্থান অধিকার করেন-খাদিজা আক্তার মুনমুন।বক্তারা আগামীতে কন্যা শিশুদের সুরুক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply