রাজীব মুন্সী,রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছা উপজেলায় পল্লী এলাকার মানুষের নিরাপদ পানির সরবরাহ্ ও স্যানিটেশন নিশ্চিত করনের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী কর্তৃক রংপুর জেলার পীরগাছা উপজেলায় পল্লী এলাকায় নিরাপদ পানির সরবরাহ্ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়।০১ পহেলা অক্টোবর পীরগাছা উপজেলা প্রসাশন চত্তরে ,
৭ কোটি, ৯৯ লক্ষ, ৪হাজার একশত টাকা ব্যায়ে পীরগাছায় ৫ কিলোমিটার,ড্রেনের ব্যবস্থার নিরাপদ পানির সরবরাহ্ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করেন,পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আবু নাসের শাহ মোঃমাহবুবার রহমান মাহাবুব,এ সময় আরোও উপস্থিত ছিলেন,
উপজেলা ভূমি কমিশনার,মূসা নাসের চৌধুরী,উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,সানোয়ার মোর্শেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,আরিফুল হক লিটন,পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান,মোস্তাফিজার রহমান রেজা,পীরগাছা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম রাঙ্গাসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান নন্দন প্রেস ঠাকুরগাঁও , পীরগাছায় প্রকল্পটির তদারকি প্রতিষ্ঠান আরিফুল হক লিটনের , পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান জানান আমরা দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করার চেষ্টা করছি ।কাজটি নয়টি ইউনিয়নে হবার কথা থাকলেও শুধু পীরগাছা ইউনিয়নের মধ্যে ৫ কিলোমিটার কাজ হবে বলে জানান প্রকল্প পরিচালক ।
Leave a Reply