আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর উপর এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এসময় পুলিশ নিহতের পকেটে থাকা ২২৫০ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর উপর দুই অজ্ঞাত ব্যক্তি এক মোটরসাইকেলযোগে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে ওইখানে তার মৃত্যু হয়।
বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে কেনো তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।
পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply