কে এম ইউসুফ,চট্টগ্রামঃ-
মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর হতে হযরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (রহ.)’র চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ন্যায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য মাহফিলে ছদারত করবেন ১৯৮৭ সনে উক্ত ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তনকারী অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীত মোন্তাজেম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ, মোন্তাজেম ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সমন্বয় কমিটির সচিব আলহাজ্ব নাজমুল হোসাইন মাহমুদ শিমুল বলেন- ‘উক্ত মাহফিলে ইসলামিক স্কলারস, দেশবরেণ্য ওলামা মশায়েখ ও আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ তাকরীর পেশ করবেন।
মাহফিলে সংগঠনের সকল শাখা/দায়রার সদস্যসহ সর্বস্তরের আশেকানে মোস্তফা (দ.) ও আশেকানে মাইজভাণ্ডারীদের শরীক হওয়ার জন্য দাওয়াত জানিয়েছেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল।
Leave a Reply