হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-
বন্দরে পৃথক দুইটি স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর ফাঁড়ি পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী মধ্যে ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৮’শ গ্রাম গাঁজা ও মাদক বহনকৃত একটি টিভিএস মোটর সাইকেল উদ্ধার করে। এ ছাড়াও বন্দর ফাঁড়ি পুলিশ গ্রেপ্তারকৃত আরো ৩ মাদক ব্যবসায়ী কাছ থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সোনারগাঁ থানার সম্মান্দী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আবু সাঈদ (২৩) ও ঢাকা খিলগাও থানার শহীদ মিয়ার ছেলে পলক (১৯) বন্দর বাবুপাড়া এলাকার নারায়ন শীলের ছেলে ইয়াবা ব্যবসায়ী ওয়াসিম ওরফে হাসান (৩৫) মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভা গোয়ালগুনেী এলাকার মৃত আবুল হাশেম ওরফে আবুল কাশেম তালুকদার মিয়ার ছেলে রিপন (৪৮) ও বন্দর চিতাশাল এলাকার মৃত রোস্তম আলী মিয়ার ছেলে রনি (৩৬)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে পৃথক দুইটি মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (২ অক্টোবর) ভোর পৌনে ৫টায় বন্দর থানার মালিবাগস্থ ক্যাসেল রির্সোট এর সামনে ও একই তারিখ রাত পৌনে ১২টায় বন্দর রুপালী গেইটস্থ জনৈক রিপন মিয়ার দোকানের সামনে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান ও বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর ই আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(১০)২৩ ও ৫(১০)২৩।
থানা সূত্রে জানাগেছে, কাঁচপুর হাইওয় থানা এসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গত রোববার (২ অক্টোবর) ভোর পৌনে ৫টায় বন্দর থানার মালিবাগস্থ ক্যাসেল রির্সোট এর সামনে অভিযান চালিয়ে ৮’শ গ্রাম গাঁজা ও একটি কালো রংএর টিভিএস মোটর সাইকেলসহ আবু সাঈদ ও পলক নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এছাড়াও বন্দর ফাঁড়ী এসআই নূর ই আলম সিদ্দিকী এর আগে গত রোববার (২ অক্টোবর) রাত পৌনে ১২টায় বন্দর রুপালী গেইটস্থ জনৈক রিপন মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম ওরফে হাসান, রিপন ও রনি নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।