রাজীব মুন্সী রংপুর জেলা প্রতিনিধিঃ-
'জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ই অক্টোবর) সকাল ১০ টায় পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যাুলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যাকলিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমনের সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (চেয়ারম্যান) আবু নাসের শাহ্ মোঃ মাহাবুবার রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) বজলুর রশিদ (মুকুল)।৫নং ছাওলা ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) নাজির হোসেন। পীরগাছা প্রেস ক্লাবের (সভাপতি) তোজাম্মেল হক মুন্সী প্রমূখ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় সাধারণ জনগণকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার,মোঃ নাজমুল হক সুমন বলেন, নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী, বর্তমানে সব পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ঘোষণা করে সরকার।তিনি আরও বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।