আরিফ মিয়া, স্টাফ রিপোর্টারঃ-
সনাতন ধর্মাবলম্বী শারদীয়া দূর্গাৎসব ২০২৩ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ অক্টোবর সকাল ১২ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার মোট সাতটি পূজা মন্ডব কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ও পরিদর্শক অপারেশন ওসি হাবিবুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দর উপস্থিতির মধ্যে দিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল নারায়ণগঞ্জ এস,এম জহিরুল ইসলাম কে প্রধান অতিথি করে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ও সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক অপারেশন ওসি হাবিবুর রহমান।
পূজা মন্ডব কমিটিসহ সাংবাদিকদের বক্তব্যের উত্তরে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সকল প্রকার সার্বিক সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশ তথা আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দায়বদ্ধ, ওসি আরো বলেন সিদ্ধিরগঞ্জ থানায় মোট সাতটি পূজা মন্ডব রয়েছে তাই শারদীয়া দূর্গােৎসব পালনে রয়েছি আপনাদের পাশে, আশা করছি রাষ্ট্রীয় সকল প্রকার নিয়ম অনুযাশয়ী আপনারা আপনাদের পূজা উৎসব পালন করবেন এবং বাদ্যত্বা মূলক প্রতিটি মন্ডবে সিসিটিভি ক্যামেরা ব্যবস্তা রাখবেন, যদি কোনো প্রকার সমস্যা মনে করেন সঙ্গে সঙ্গে মন্ডবে থাকা পুলিশ সদস্য কে অবগত করবেন। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply