মেহেদী হাসান সুমন, নিজস্ব প্রতিবেদকঃ-
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিস্তিনি বেসামরিক লোকদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০অক্টোবর শুক্রবার বাদ আসর উপজেলার
মজিদপুর দয়হাটা বাসস্ট্যান্ডে বীরতারা ও কোলা ইউনিয়নের তৌহিদি জনতার ব্যানারে মজিদপুর দয়হাটা বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা তোফাজ্জল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু,স্বাধীন মোল্লা,সোহরাব হোসেন,
মাওঃ আব্দুল্লাহ আল মামুন,জীবসরা জামে মসজিদের ইমাম মাওঃ আনোওয়ার হুসাইন,আরও উপস্থিত ছিলেন মাওঃ ইয়াছিন ফরিদী,মুফতি আনিছুর রহমান,মাওঃআব্দুস সালাম,মাওঃসাইফুল ইসলাম,জুয়েল শেখ,গুনুমিয়া মোঃশাহীন মেম্বার,আহাদখান,সেন্টু,সবুর খান,পনির খান,ফারুক খান, পলাশ,গোলাম রাব্বি, মিশুক, মাজহারুল, আক্কাস,আলমগীর, জাহাঙ্গীর, হানিফ, মাসুদ,সোহাগ, আসিফসহ ধর্ম প্রান মুসলিম জনতা।
Leave a Reply