হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গনহত্যা ও হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জের বন্দর থানার ধামগড়ের উদ্যোগে লাঙ্গলবন্দ বাসস্থান ও মদনপুরের উদ্যোগে মদনপুর বাসস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে মিছিল করতে দেখা গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) এ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধের জন্য পুরো মুসলিম দেশগুলোকে এক হয়ে প্রতিবাদ করার কথা বলা হয় সমাবেশে।
লাঙ্গলবন্দ বাসস্থানে জুমার নামাজ শেষে উলামা পরিষদ, বটমূল ফাউন্ডেশন ও যুব সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। চিড়াইপাড়া লাঙ্গল বন্ধ বাসস্ট্যান্ডের কেন্দ্রীয় জামে
মসজিদের ইমাম ও খতীব শাইখ মোহাম্মাদ নূরুল আমিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তিনি প্রতিবাদ সমাবেশে বলেন ইসরায়েলের আগ্রাসন দিনে দিনে সীমার বাইরে চলে গেছে। তাদের হামলা মানবতা বিরোধী, যাহা কোন গনতন্ত্র দেশের কাম্য নয়। অতি শীঘ্রই তাদের হামলা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হক। আরো বক্তব্য রাখেন বটমূল ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান তিনি বলেন আমাদের সবার উচিত আমেরিকার মতো মুসলমানদের ইসরায়েলের উপর স্যাংশন ও নিষেধাজ্ঞা দেওয়া। ইসরায়েলের সকল পন্য মুসলমান রাষ্ট্রের সকলে মিলে বর্জন করে তাহার প্রতিবাদ করা। আর বটমূল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ বলেন আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে দাড়াতে হবে। মুসলমানদের সবায় ঐক্য হয়ে তাদের দমন করতে হবে।
এতে আরো বক্তব্য দেন, কামতাল পশ্চিম পাড়া বাইতুননূর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ আজিজুল ইসলাম আশেকী, সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নাজির,
মালিভিটা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আবদুল্লাহ সাহেব, কামতাল কবরস্থান মাদ্রাসার পরিচালক মাওলানা মো: আবদুস সাত্তার,
বটমূল ফাউন্ডেশনের এর সহ- সভাপতি মোঃ সোহাগ প্রধান, সদস্য মোঃ সিফাত, লাঙ্গলবন্ধ যুব সংঘ এর মোঃ আদনান সাজিদ, মোঃ ফরিদ, মোঃ কাদির।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি, ফিলিস্তিনির গাজাবাসীদের রক্ষায় ইসরায়েলের ধংসের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।