মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি থেকে একজন মাদক ব্যবসায়ীকে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এস.আই রফিকুল ইসলাম বিপিএম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ২.৪৫ মিনিটে পূর্ব মাকুহাটি মোহাম্মদ ফারুক হাওলাদারের মুদির দোকানের সামনের পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এস.আই রফিকুল ইসলাম বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন পূর্ব মাকুহাটি জনৈক মোহাম্মদ ফারুক হাওলাদারের মুদির দোকানের সামনে পাকা রাস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। অভিযান পরিচালনা করে ৪২০০ (চারহাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো: বাবু হালদার (২৩) পিতা মহি হাওলাদার কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু হালদারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
Leave a Reply