নিজস্ব প্রতিবেদকঃ-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ২১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে । বুধবার দিবাগত রাতে পৃথক পৃথকভাবে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌপুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৬০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্স জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ৯ জন জেলেকে ১৪ দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ১২ জন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার জানান, বুধবার দিবাগত রাতে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মায় অভিযান পরিচালনা করে ৯ জন অসাধু জেলেকে আটক করে। সে সাথে ১০ কেজি ইলিশ, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে প্রত্যেককে ১৪ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে ২১ জন অসাধু জেলেকে আটক করে মাওয়া নৌপুলিশ। এ সময় ৫০ কেজি মা ইলিশ ও দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ওই ১২ জনকে বৃহস্পতিবার দুপুরে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। সে সাথে জব্দকৃত ইলিশ উপজেলা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বন্টন এবং অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়।