সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
জাতীয় সড়ক থেকে পিস্তল সহ ৫ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ( ২৮ অক্টোবর ) রাতে এনএইচ ৩৬ এ ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। আসামের নগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বৈশ্যের নেতৃত্বে একদল ডাকাতদের গ্রেফতার করে। পুলিশ সন্দেহভাজনদের কাছ থেকে একটি ৭•৬৫ পিস্তল এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। শনিবার (২৮ অক্টোবর ) রাতে চলছলি থেকে হোজাই যাওয়ার পথে কাঠিয়াতলি পুলিশ পিস্তলসহ ৫ ডাকাতকে পাকড়াও করে। গ্রেফতারকৃতরা হলেন ইনামুল হক, রাকিবুল হোসেন, জেহেরুল চৌধুরী, অহিদুল ইসলাম ও হিবজুর রহমান। বড়ঘাট বাইপাসে ডাকাতির লক্ষ্য ছিল তাদের।