মাসুদ রানা মাসিক,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ-
হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী হরতালের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় লাখাই উপজেলা সদর কালউকে একটি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত এ পথসভা লাখাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রেজাউল আহমেদ দুলদুল এর পরিচালনায়
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এমদাদুল হক চৌধুরী সাকিল, উপজেলা কৃষকলীগের অন্যতম নেতা আলমগীর মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাইরুদ্দীন আহমেদ , উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা, লাখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ তালুকদার সম্পাদক রফিকুল ইসলাম বাবলু লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জামাল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।