ডেস্ক রিপোর্টঃ-
বিএনপির সহিংসতার ভিডিও দেখে স্তব্ধ বিদেশি কূটনীতিকরা
বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও এবং পুলিশ সদস্য হত্যাসহ তাণ্ডবের ভিডিও দেখানো হল ঢাকায় অবস্থানরত ৪৫ দেশের কূটনীতিকদের। গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াত শান্তি সমাবেশের অনুমতি নিয়ে ভয়ানক তাণ্ডবে মেতে ওঠে। তারা মূলত ফিরে আসে অতীতের চেহারায়।
সোমবার (৩০ অক্টোবর) অপরাহ্নে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি-জামায়াতের তাণ্ডব ও নাশকতার বিষয়ে অবহিত করতে ঢাকায় অবস্থানরত ৪৫ দেশের কূনীতিকদের আমন্ত্রণ জানানো পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে জ্বালাও-পোড়াও এবং সহিংতার ভিডিও প্রদর্শন করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বিএনপির তাণ্ডবের ভিডিও দেখে স্তব্ধ হয়ে যান বিদেশি কূটনীতিকরা। বিদেশি কূটনীতিকদের ব্রিফং এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার স্থিরচিত্র, ভিডিও ফুটেজ দেখে বিদেশি কূটনীতিকরা স্তব্ধ হয়ে যান।
সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিংক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানোর ছাড়াও সে সব ঘটনা আজ প্রিন্ট করেও কূটনীতিকদের সামনে দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ব্রিফিংয়ে ছিলেন।
কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রতিনমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ডিএমপি কমিশনার উপস্থিত ছিলেন