স্পোর্টস ডেস্কঃ-
দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলে কতটা ভয়ঙ্কর সেটা এই বিশ্বকাপেই দেখা গেছে। সেটা জানার পরেও পুনেতে টস জিতে তাদের ব্যাটিংয়ে পাঠানোর দুঃসাহস দেখিয়েছে নিউজিল্যান্ড।
প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। কারণ উইকেট দেখে তার কাছে শুষ্ক মনে হয়েছে। সন্ধ্যায় হয়তো বল স্কিড করতে পারে। শুরুতে রানের পাহাড় গড়ে কিউইদের চাপে ফেলতে চায় তারা। দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন একটি। শামসির বদলে এসেছেন পেসার রাবাদা।
টস জিতে শুরুতে বোলিং নেওয়ার পেছনে ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম বলেছেন শিশিরের কথা। তিনি মনে করছেন, পরে শিশির পড়ার ঘটনা তাদের ফেভারে কাজ করতে পারে।
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা প্রোটিয়ারা চাইবে টানা জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের সম্ভাবনা আরও জোরালো করতে। নিউজিল্যান্ড অবশ্য টানা চার ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরেছে। ফলে এই ম্যাচটা তাদের জন্যও চেনা ছন্দে ফেরার লড়াই। কিউইদের দলেও পরিবর্তন একটি। অবশেষে চোট কাটিয়ে ফিরেছেন টিম সাউদি। বাদ পড়েছেন ফার্গুসন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট
Leave a Reply