সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ নভেম্বর ) সকাল ১১ টায় ভার্চুয়ালি ৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ভারত ও বাংলাদেশের সংযোগকারী ২টি রেল প্রকল্প এবং একটি মেগা পাওয়ার প্ল্যান্ট অন্তর্ভুক্ত রয়েছে। এদিন এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বোতাম টিপে এই দুই দেশের সীমান্তের এই রেল সংযোগের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। মোট রেল সংযোগের দৈর্ঘ্য ১২•২৮ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশ ত্রিপুরায় ৫•৪৬ কিলোমিটার এবং বাংলাদেশের অংশ ৬•৭৮ কিলোমিটার। ২০১৬ সালের জুলাই মাসে এই প্রকল্পের বরাদ্দ ছিল ৯৭২ কোটি ৫২ লক্ষ টাকা। এর মধ্যে ভারতীয় অনুচ্ছেদের জন্য বরাদ্দ হয় ৫৮০ কোটি টাকা এবং বাংলাদেশের অংশের জন্য বরাদ্দ হয় ৩৯২ কোটি ৫২ লক্ষ টাকা। দীর্ঘ ৬০ মাস পর সেই রেলপথ এর সূচনা হয় বুধবার (১ নভেম্বর )। সঙ্গে আরও ২টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারাদেশে ৫০৮ টি রেল স্টেশনকে পুনঃ উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জন্য ৫১টি রেল স্টেশনের উন্নয়নের জন্য এই প্রকল্পের অধীন ৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে তিনটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, আখাউড়া - আগরতলা রেলপথ শুরু হলে এতে পন্য পরিবহন খরচ কম হওয়ায় দুই দেশের আমদানি রফতানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।