মোঃ ফিরোজ শাঁই,নিজস্ব প্রতিনিধিঃ-
বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়েতে তুলাবোঝাই একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কুশাব এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে ৪০-৫০ জন নেতাকর্মী এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যান আটকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেন। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক ভাঙচুর করে তাতেও আগুন জ্বালিয়ে দেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির হোসেন,দৈনিক প্রতিদিনের বার্তাকে বলেন, ‘সকালে ৪০-৫০ জনের একটি দল সড়ক অবরোধ করে একটি তুলাবোঝাই পিকআপ ভ্যান ও একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ গিয়ে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে চার জন অবরোধকারীকে গ্রেফতার করেছে।’
পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘অবরোধের তৃতীয় দিন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। রূপগঞ্জে অবরোধকারীরা কাভার্ডভ্যানে আগুন দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে তারা একটি গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। সে সময় পুলিশ গিয়ে তিন জনকে গ্রেফতার করে। সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply