রাজীব মুন্সী,রংপুর জেলা প্রতিনিধিঃ-
আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই নয়, দাম নিয়ন্ত্রণে বাজার অভিযানও শুরু করেছে প্রসাশন । তারপরও আলুর দাম কমছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে। রংপুরের পীরগাছায় আলুর দাম নিয়ন্ত্রনে কাজ করছে পীরগাছা উপজেলা প্রসাশন । আজ ২ রা নভেম্বর পীরগাছার বিভিন্ন কোল্ড ষ্টোরে আলুর দাম নিয়ন্ত্রনে তদারকি অভিযান পরিচালনা করা হয় । পীরগাছার নব্দীগঞ্জে বানিজ্যমন্ত্রী টিপু মুন্সীর অপু মুনশি হিমাগার, হোমল্যান্ড কোল্ড ষ্টোর , সুপ্রীম কোল্ড ষ্টোরে সার্বিক তদারকি অভিযান পরিচালনা করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। অভিযানে উপস্থিত ছিলেন পীরগাছা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্থাফিজার রহমান , অভিযান শেষে নাজমুল হক সুমন জানান সরকার আলুর একটি দাম নির্ধারন করে দিয়েছে সেই মূল্যে বিক্রি হচ্ছে কিনা আমরা আজ পীরগাছায় যে সব কোল্ড ষ্টোর আলু আছে সেখানে তদারকি করছি । অনেক হিমাগারে বীজ আলু আছে সেই আলু কত মূল্যে বিক্রি হচ্ছে, খাবারের আলু কত মূল্যে বিক্রি হচ্ছে আমরা সেই বিষয়ে খোজঁ খবর নিচ্ছি । জনসাধারন যেন সঠিক মূল্যে আলু নিতে পারে এ বিষয়ে আমাদের অভিযান চলমান থাকবে । অপু মুন্সী কোল্ড ষ্টোরের ম্যানেজার জানায় এখানে কৃষকেরা সরাসরি আলু রাখে আবার তারাই স্লিপ নিয়ে তাদের আলু নিয়ে যায় এখানে দাম কমা বাড়ার সাথে আমাদের কোন সম্পর্ক নেই ।