রাজীব মুন্সী, রংপুর জেলা প্রতিনিধিঃ-
“নেই আয়োজন, নেই আবরণ। কি দিয়ে তোমাদের করিব বরণ। পেতেছি তাই তো হৃদয়ে আসন, তোমাদের বরিব বলে”-কবিতার নান্দনিক এই উচ্চারণে রংপুরের পীরগাছা মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ, বিএমটি) ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ একেএম শরিফুজ্জামান বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।
কলেজের সহকারী অধ্যাপক আব্দুস ছালাম ও প্রভাষক মোখলেছুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, কলেজের সাবেক উপাধ্যক্ষ মোত্তালেব মিঞা, কলেজ প্রভাষক নুরুন্নাহার খানম, ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বের হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ কলেজ শিক্ষার্থী। পরে অন্তর রহমান, নুরে আলম বাবু ও কলেজের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন
Leave a Reply