রাজীব মুন্সী রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছার অন্নদানগরের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ স্থানীয় সচেতন সমাজের কয়েক জন কে মাদকের বিরোদ্ধে কথা বলা ও বিক্রির বাধা দেওয়াতে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে । শনিবার সকালে পূর্বশত্রুতার জের ধরে তনুর বাজার মোরে অতর্কিত ভাবে স্থানীয় প্রভাবশালী ইজ্জত আলীর নের্তৃতে নাঈম শাহ আলম, মিন্টু ,ঈমান আলী সহ৫/৭জন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ মেম্বার সহ তার সঙ্গে রাজু মিয়া , সাদ্দাম হোসেন ,তুহিন মিয়া কে দেশীয় অস্ত্রদ্বারা এলোপাতারি মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পীরগাছা মেডিকেলে ভর্তি করায়। ঘটনার প্রতক্ষ্যদর্শিরা জানায় , মেম্বার চায়ের দোকানে বসে থাকাকালীন কয়েকজন লোক এসে কোনধরনের কথা না বলে মেম্বার সহ তার সাথে থাকা লোকদের উপর হামলা করে পালিয়ে যায়। এধরনের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ১১ই নভেম্বর শনিবার দুপুরে অন্নদনগর তনুর মোর বাজারে প্রতিবাদ মিছিল ও মানবন্ধন করেন স্থানীয় জনগন ও বাজারের ব্যবসায়ীগন । সকলের দাবী দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে অন্নদনাগর ইউনিয়ন কে মাদক মুক্ত করতে হবে ।মাসুদ মেম্বার বলেন যারা দিনে দুপুরে আমায় হামলা চালিয়েছে তাদের সকল অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তি দাবী করছি । এ বিয়য়ে পীরগাছা থানার ওসি বলেন এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া জায়নি তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন ।
Leave a Reply