আব্দুর রশিদ, নীলফামারীঃ-
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে ভলান্টারি সার্ভিস ওভারসিস এর আয়োজনে বিভাগীয় পর্যায়ে ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে।
দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন কর্মসংস্থান সৃষ্টি ও সবুজ চাকরি ক্যাটাগরিতে কার্যক্রমের অসামান্য অবদানের জন্য ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ পেয়েছেন।
১৩ নভেম্বর রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) মো: ফজলুল কবীর। সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান।
এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনকে এওয়ার্ড তুলে দেওয়ার সময় কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য কার্যক্রমে প্রসংশা করেন। প্রতিটি কার্যক্রমে পাশে থাকবেন বলে তিনি জানান।
Leave a Reply