রাজীব মুন্সী, রংপুর জেলা প্রতিনিধিঃ-
চাল পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে পলিথিন মোড়ক ব্যবহারের ফলে রংপুরের পীরগাছায় একটি চালের দোকানে ২০হাজার টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পীরগাছা সদর ইউনিয়নের থানা রোড ‘মেসার্স ভূঁইয়া ট্রেডার্সে’ ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়। এসময় ‘মেসার্স ভূঁইয়া ট্রেডার্সে’ এর মালিক আনিছুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, পীরগাছা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ চন্দ্র, থানা উপপরিদর্শক রফিকুল ইসলাম সহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন বলেন, পাটজাত মোড়ক ব্যবহার না করে পলিথিন মোড়ক ব্যবহার করার কারণে ‘মেসার্স ভূঁইয়া ট্রেডার্সে’ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিনমাসের কারাদন্ড ছিল।
রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম োবিশ্বাস জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ও পাট আইন ২০১৭ বাস্তবায়নে ১৯টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পণ্যগুলো হচ্ছে-ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোল্ট্রি ফিড, ফিস ফিড ও তুষ-খুদ-কুড়া।
Leave a Reply