মোঃ সোহেল রানা,নিজস্ব প্রতিবেদকঃ-
বি এন পি" র চেয়ারপার্সন ও তারেক রহমানের কাছের লোক দাবী করা কথিত বি এন পি কর্মী এ করে এইচ ফারুক নামের এক পতারক।
কথা বলছি ময়মনসিংহের পূর্ব ঢোলা ময়মনসিংহ জেলা স্কুল রোডের।
এ কে এম এইচ ফারুক
পিতা --- এ কে টি এইচ ফারুক
এই ফারুক দীর্ঘদিন মিরপুর -১১, ৩ নং রেভিনিউ এর ১২ নং রোডের ১১/সি নাহার প্লাজা ভাড়া ছিলেন। বাড়িওয়ালা সেলিমের অভিযোগ সে আমার বাড়িতে ২০১৪ সাল ২০১৬ সাল পর্যন্ত ভাড়া ছিলেন দেড় বছরের ভাড়া ও অন্যান্য সবমিলিয়ে ১০ লক্ষ টাকা পাওনা আছে।
ভুক্তভোগী দৈনিক প্রতিদিনের বার্তা কে আরো জানায়, ফারুক আমার বাসায় ভাড়া থাকা অবস্থায় বিএনপির নেতা কর্মী নিয়ে গোপন মিটিং করতো, টাকা-পয়সা ভাগাভাগি করতো আবার তাদের সাথে চিৎকার চেঁচামেচি করতো।
ফারুকের বিষয় প্রাথমিক সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে মোহাম্মদ নাজিম মোল্লার কাছ থেকে একটি চুক্তিপত্রের মাধ্যমে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ বিষয় নিয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নাম্বার ১২৪৯ তাং ২৩/০৫/২০১৪ ইং এভাবে একটি দুটি নয় এমন অসংখয অভিযোগে অভিযুক্ত রয়েছে এ কে এম এইচ ফারুকের রয়েছে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের সাথে আঁতাত রয়েছে।
বেশ কয়েকজন ফারুকের বন্ধু নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলে একজন প্রতারক সে মানুষের সাথে সম্পর্ক করে টাকা-পয়সা ও সুবিধা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, সে একজন পল্টি বাজ ঠকবাজ প্রতারক।
ভুক্তভোগী সেলিম দৈনিক প্রতিদিনের বার্তা কে জানায় আমি খুব শীঘ্রই ফারুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি মামলা প্রক্রিয়াধীন।