সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের উত্তরবঙ্গের বাগডোগরার নতুন পাড়ায় হাতির হানায় মৃত্যু হল ১ ব্যক্তির, ক্ষতিগ্রস্ত হয়েছে ১টি গাড়ি এবং বেশকয়েকটি বাড়ি। মৃতের নাম দিলীপ রায় (৪৫), পেশায় রাজমিস্ত্রি ছিলেন। জানা যায়, শনিবার (১৬ ডিসেম্বর ) সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। বাগডোগরা নতুন পাড়া, ভূজিয়াপানী, মুলাইজোত সহ একাধিক গ্রামে ঢুকে তান্ডব চালায়। দাঁড়িয়ে থাকা ১ ব্যক্তিকে পেছন থেকে শুড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, নতুন পাড়ায় একটি চলন্ত গাড়িতে ধাক্কা মারে হাতিটি, আতঙ্কে গাড়ির ভেতরেই বসে ছিলেন চালক। কোনোক্রমে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। এছাড়াও নতুন পাড়ায় তান্ডব চালিয়ে বেশকিছু বাড়িঘর ভাঙ্চুর করে হাতিটি। বনদপ্তর সূত্রে প্রকাশ, পরবর্তীতে বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়।
Leave a Reply