সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সব ঠিক থাকলে মন্দিরে বসতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মহম্মদ জামাল উদ্দিন ও তাঁর ছেলে বিট্টুর তৈরি করা ১৬ ফুটের ২টি ফাইবারের রামের মূর্তি ও। জামালের কথায়, ” আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে। এটা আমার কাছে বড় পাওনা।” তিনি আরও জানান, ” দেশে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। এর উর্ধ্বে গিয়ে আমরা কাজ করব।” দত্তপুকুরের দিঘার মোড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। বাড়ির সামনেই কারখানা। তাঁদের তৈরি ২টির একটি পাড়ি দিয়েছে ২ মাস আগে। অন্যটি দেড় মাস আগে। ২ বছর আগে তাঁর উত্তর প্রদেশের একবন্ধু জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন। রাজি হতেই রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তারা আসেন দত্তপুকুরে। ১৬ ফুট উচ্চতার ২ টি মূর্তি তৈরির বরাত দেন তাঁরা। মূর্তি ২টি কেমন হবে, হাতে আঁকা সেই নকশা ও দিয়ে যান। সেই মতো ছেলেকে নিয়ে দেড় বছর ধরে ২টি মূর্তি বানায় জামাল উদ্দিন। শিল্পী বলেন, “মূর্তি ২টি বানিয়ে পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ ৩০ হাজার টাকা পেয়েছি। মন্দির কমিটি কয়েকদিন আগে জানিয়েছে, আগামী সপ্তাহে বসানো হবে মূর্তি ২টি। বসানোর ভিডিও আমাকে পাঠানো হবে।”
Leave a Reply