রাজীব মুন্সী,রংপুর জেলা প্রতিনিধিঃ-
চলমান হরতাল, অবরোধ ও নাশকতা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ট্রেন চলাচল। এ ছাড়া নাশকতা ঠেকাতে লাইনগুলোয় টহল ইঞ্জিন চালু এবং নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দিয়েছে রেলওয়ে এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। ২০০০ আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ জন আনসার রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।
এ দিকে রেলওয়ে সূত্র জানায়, রাতের বেলা যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সে ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হবে। এরই মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। রংপুরের পীরগাছাতে ৯ টি পয়েন্টে ৭২ জন আনসার কর্মী ২১ কিলোমিটার রেল লাইনের নিরাপত্তায় কাজ করছে।জনগণের জানমালের রক্ষা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ ও নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন তারা। পীরগাছার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট রেললাইন পাহারারত অবস্থায় দেখা গেছে আনসার সদস্যদের
আমরা কয়েকজনের সাথে কথা বলি তারা জানায় সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর যে কোন ধরনের নাশকতা মোকাবেলায় সজাগ আছে তারা। এছাড়াও আনসার সদস্যরা বিএনপি ও সমমনা দলের ডাকা হরতাল-অবরোধে বিশৃঙ্খলা ঠেকাতে ২৪ঘণ্টা নিয়মিত দায়িত্ব পালন করছেন।
পীরগাছা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি বলেন রেললাইনের নিরাপত্তা ও রেল চলাচলে সুরক্ষিত যাতায়াতের জন্য ৩শিফটে ৭২জন আনসার ও ভিডিপি সদস্যরা পীরগাছার ৯পয়েন্টে আনসার সদস্য ডিউটিতে হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে- হেলিপ্যাড রেল পয়েন্ট, উঁচাপাড়া রেল পয়েন্ট, দিলালপাড়া রেলব্রিজ পয়েন্ট অন্নদানগর রেলগেইট, বটতলী রেল পয়েন্ট, কালীগঞ্জ রেলগেইট, কুকরা ভাঙ্গা রেলব্রিজ পয়েন্ট, , চৌধুরাণী রেলগেইট পয়েন্ট ও ইচলারহাট রেল পয়েন্টে। পীরগাছায় আনসার সদস্যরা সরকারী দ্বায়িত্ব পালণে সর্বদা সজাগ