মেহেদী সুমন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে হযরত দয়াল হিমুচাঁন শাহ্ (রঃ) এর ২য় তম পবিত্র ওফাত দিবস পালন উপলক্ষে কোরআন খানী ও তোবারক বিতরণ ও ভক্তিমূলক গানের অনুষ্ঠানে হয়েছে। গতকাল সোমবার উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের উত্তর মেদিনী মন্ডল ডাক্তার বাড়ী উত্তর কাজীর পাখলা গ্রামে মোঃ সোহেল চাঁন, মোঃ সবুজ চাঁন, মোঃ জাকির চাঁন, মোঃ শহিদ চাঁন ও খাদেম নুরু চাঁনের পরিচালনায় বাদ মাগরিব কোরআন খানী ও তোবারক বিতরণ করা হয়। পরে রাত ১০টায় ভক্তিমূলক গান অনুষ্ঠিত হয়। ভক্তি মূলক গানে ভক্তবৃন্দ আশেকান ও লৌহজং উপজেলায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গান শুনত হযরত দয়াল হিমুচাঁন শাহ্ (রঃ) এর দরবারে ভিড় জমান। অনুষ্ঠানের আরজগুজারের ছিলেন,
হযরত দয়াল হিমুচাঁন শাহ্ (রঃ) এর ভাগিনা শেখ খাজা সুমন চিশতী ও মোঃ বাবুল মিয়া খলিফা দয়াল চাঁন ,এছাড়াও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আলাউদ্দিন হোসেন ( বাবু ) ও মোঃ সিপন ঢালী প্রমূখ।